আফগান যুদ্ধে ‘বলির পাঁঠা’ হতে চাই না : জাতিসংঘে পাকিস্তান /অনলাইন ডেস্ক/বিডি প্রতিদিন

আফগান যুদ্ধে ‘বলির পাঁঠা’ হতে চাই না : জাতিসংঘে পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বৃহস্পতিবার জাতিসংঘে বলেছেন, 'আফগান যুদ্ধে পাকিস্তান বলির পাঁঠা হতে চায় না। খবর এএফপি’র।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে আব্বাসি আফগানিস্তান বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কৌশলের সুস্পষ্ট সমালোচনা না করলেও পাকিস্তানের ওপর নতুন করে দায়ভার চাপানোয় স্পষ্টভাবে তার অসন্তুষ্টির কথা প্রকাশ করেছেন।
আব্বাসি বলেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন অভিযানে আমাদের ভূমিকার কারণে অনেক ভোগান্তি ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে। এক্ষেত্রে সামরিক বাহিনীকে দায়ী করা বা আফগানিস্তানের রাজনৈতিক অচলাবস্থা হবে পাকিস্তানের জন্য বিশেষভাবে পীড়াদায়ক। ’
তিনি বলেন, ‘আমরা কারো বলির পাঁঠা হতে প্রস্তুত নই। ’
আব্বাসি বলেন, ‘এক্ষেত্রে পাকিস্তানের মাটিতে আফগান যুদ্ধ মোকাবেলা করতে ইসলামাবাদ প্রস্তুত নয়। ’
তিনি আরও বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার পর সন্ত্রাসবাদ দমনে মার্কিন অভিযান শুরুর পর থেকে জঙ্গিদের হাতে পাকিস্তানের ২৭ হাজার নাগরিক নিহত হয়েছেন।
তিনি আফগানিস্তানে জঙ্গি নির্মূলের বিষয়ের ওপর অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান। তবে এক্ষেত্রে চূড়ান্তভাবে তালেবানদের সঙ্গে একটি রাজনৈতিক সমাধানে আসতে হবে বলে উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা