৬৫ লাখ রুপিতে ১ বোতল পানি!
৬৫ লাখ রুপিতে ১ বোতল পানি
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস ড্রিংক কোম্পানি ভারতে বাজারজাত করবে সোনার চেয়েও দামি পানি। ‘বেভারলি হিলস ৯০এইচ২ও’ নামের এই বোতলজাত পানির এক বোতলের দাম পড়বে ৬৫ লাখ রুপি! এই পানির স্বাদ হবে রেশমের মতো কোমল, ঠান্ডা ও খুবই হালকা।
এই পানির বোতলের নকশা করেছেন একজন বিখ্যাত স্বর্ণশিল্পী। বোতলের ঢাকনা তৈরি করা হয়েছে ১৪ ক্যারেট ওজনের সাদা সোনা, ৬০০টি সাদা ও ২৫০টি কালো হিরা দিয়ে। ওই বোতলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় পাঁচ হাজার ফুট উচ্চতার একটি পাহাড় থেকে সংগ্রহ করা বসন্তকালীন প্রাকৃতিক পানি দেওয়া হবে।
সূত্র : ইন্ডিয়া টাইমস
Comments