মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন: ব্রিটিশ এমপি

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন, বর্বরোচিত ও মানবাধিকারের লংঘন বলে মন্তব্য করেছে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদল।
৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির এমপি অ্যান মেইন। এই প্রতিনিধি দলের অপর দু’জন এমপি হলেন পল স্কালি ও উইলকুইন্স।
অ্যান মেইন বলেন, রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বের করে দেয়া হয়েছে। এটি একটি মানবসৃষ্ট ট্র্যাজেডি। এটা যে একটি জাতিগত নিধন তাতে কোনও সন্দেহ নেই।
রাখাইনে গণহত্যা সংগঠিত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গণহত্যার সংজ্ঞা আমার জানা নেই। তবে সেখানে যা ঘটেছে তা খুবই ভয়ঙ্কর। আমরা খুবই মর্মাহত, সেখানে বৃদ্ধ ও শিশুদের হত্যা করা হয়েছে। আমরা জানি না সেখানে কতজনকে খুন করা হয়েছে। তবে যা হয়েছে তা অবশ্যই ভয়ংকর।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সামর্থ্যানুযায়ী বাংলাদেশ যা করছে তা প্রশংসনীয়।
প্রতিনিধিদলটি গত মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যায়।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির তিন সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলটি গত ১৫ সেপ্টেম্বর এক সপ্তাহের সফরে ঢাকায় আসেন।

Comments