রোহিঙ্গাদের বের করে দিতে অনড় অবস্থানে ভারত /কূটনৈতিক প্রতিবেদক

জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশনের কঠোর সমালোচনার মুখেও অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের বের করে দিতে অনড় অবস্থানে রয়েছে ভারত। ভারতের কেন্দ্রীয় সরকার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোন থেকে দেখতে নারাজ।
গতকাল দিল্লিতে জাতীয় মানবাধিকার কাউন্সিল আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তব্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এমন অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, রোহিঙ্গাদের উদ্বাস্তু হিসাবে চিহ্নিত করার মত ভুল করবেন না। ভারতে তারা রাজনৈতিক আশ্রয়েও নেই।
উদ্বাস্তুর মর্যাদা পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। এ জন্য কোনো মহল থেকে ভারত সরকার আবেদন পায়নি। এছাড়া ভারত উদ্বাস্তু বিষয়ক জাতিসঙ্ঘ সনদে সই করেনি। তাই বৈধ পন্থায় রোহিঙ্গাদের বের করে দিলে আন্তর্জাতিক কোনো প্রটোকল ভঙ্গ হবে না।
রাজনাথ সিং বলেন, অন্যের মানবাধিকার নিয়ে যারা উদ্বিগ্ন, ভারতীয়দের অধিকার নিয়েও তাদের ভাবতে হবে। ইস্যুটির সাথে দেশের নিরাপত্তা জড়িত, যার সাথে ভারত সরকার সমঝোতা করতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পর মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ভারত থেকে ফিরিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের ঢল নিয়ে বাংলাদেশ সমস্যার মধ্যে রয়েছে। এই সংকট মোকাবেলায় ভারত সরকার মানবিকতার খাতিরে বাংলাদেশকে সহায়তা দিচ্ছে।
স্বার্থান্বেষী মহল কর্তৃক মানবাধিকার ধারণার অপব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এল দত্ত অবৈধ অভিবাসীদের বহিষ্কার করার সরকারের সিদ্ধান্তের ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেন, রোহিঙ্গা ইস্যুটিকে মানবিক দৃষ্টিকোন থেকে দেখা হচ্ছে।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা