তালেবানের হামলায় নিহত ৩৫ আফগান সেনা

তালেবানের হামলায় নিহত ৩৫ আফগান সেনা

আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশের বালামোরগাবে শত শত তালেবান হামলা চালিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র কায়েস মাঙ্গাল বৃহস্পতিবার বলেছেন, রাত ১২টার দিকে তালেবান জঙ্গিরা ওই হামলা চালায়।
তিনি জানান, নিরাপত্তা বাহিনী বেসামরিক জনগণের ক্ষয়-ক্ষতি রোধের লক্ষ্যে কয়েকটি চেক পোস্ট থেকে পিছু হটে গেছে। এখনো ওই এলাকায় সংঘর্ষ চলছে এবং আফগান বিমান বাহিনী তালেবান জঙ্গিদের ওপর বিমান হামলা চালিয়েছে বলেও তিনি জানান।
তবে কায়েস মাঙ্গাল এ সংঘর্ষে তালেবান বা সরকারি বাহিনীর হতাহতের খবর জানাননি। কিন্তু বালামোরগাব জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা আব্দুলওয়ারিশ শিরজাদ জানিয়েছেন, তালেবানের হামলায় অন্তত ৩৫ আফগান সৈন্য নিহত এবং সমান সংখ্যক সদস্য আহত বা বন্দি হয়েছেন।
এদিকে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় দাবি করেছেন, তাদের জঙ্গিরা বালামোরগাব জেলার পাঁচটি নিরাপত্তা চৌকি দখল করেছে। হামলায় ১২ সরকারি সৈন্য নিহত এবং ২১ সৈন্য তালেবানের হাতে আটক হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
কোনোপক্ষই সংঘর্ষে তালেবানের ক্ষয়-ক্ষতি সম্পর্কে কিছু জানায়নি। তবে বাদগিস প্রদেশের গভর্নরের মুখপাত্র বলেছেন, তালেবানের ওপর চালানো বিমান হামলায় তাদের বহু জঙ্গি হতাহত হয়েছে।
বিডি প্রতিদিন/০৪ এপ্রিল ২০১৯/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা