কাশ্মীরে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি আবু দুজানা নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জয়েন্ট অ্যান্টি টেরর অপারেশনে মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু দুজানা নিহত হয়েছে। আবু দুজানা কাশ্মীরে অসংখ্য জঙ্গি হামলার জন্য দায়ী বলে ধারণা করা হয়, তার এনকাউন্টারের সময় পাথর ছুড়ে বিক্ষোভকারীদের দিকে পুলিশ গুলি ছুড়লে এক জন বেসামরিক ব্যক্তি নিহত হয়।
আবু দুজানার মৃত্যু ভারতীয় নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।
জানা গেছে, আবু দুজানা পুলওয়ামার হাকিপোরা গ্রামে সহযোগী আরিফ হারারির সঙ্গে অবস্থান করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা ভোর সাড়ে চারটার দিকে তার অবস্থান ঘিরে ফেলা হয়। পাকিস্তানে জন্ম নেয়া আবু দুজানা সেখানে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার আগের গতিবিধি অনুসরণ করে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।
নিজস্ব সূত্রের বরাতে এনডিটিভি জানায়, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি শুরু করে যার ফলে পাল্টা গুলি করে। নিরাপত্তা বাহিনী পরবর্তীতে বাড়িটি উড়িয়ে দেয়, তাদের দাবি আর কোনো উপায় ছিল না তাকে আটকানোর। আবু দুজানা কাশ্মীর উপত্যকায় লস্কর-ই তাইয়্যিবার কমান্ডার ছিলেন, কিন্তু কয়েক মাস আগে সংগঠনের মধ্যে বিরোধের প্রেক্ষিতে তাকে ও তার সমর্থকদের নিরস্ত্র করা হয়।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর তালিকায় আবু দুজানাকে এ ডবল প্লাস ক্যাটগরিভুক্ত ছিল। নিরাপত্তা বাহিনী ও বেসামরিক জনগণের উপর ৩০টির বেশি হামলা চালিয়ে ছিলেন তিনি, তাকে ধরিয়ে দেয়ার জন্য ১৫ লাখ রূপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর আগেও কয়েকবার নিরাপত্তা বাহিনীর হাত থেকে একটুর জন্য রক্ষা পেয়েছেন তিনি। গত মে মাসে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হওয়ার সময় বিক্ষোভকারী জনগণ পাথর ছোঁড়ার মধ্যে দিয়ে তাকে রক্ষা করে।
আবু দুজানার মৃত্যুর পর সতর্কতা হিসেবে দক্ষিণ কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। কাশ্মীর উপত্যকার অন্যান্য অঞ্চলে ইন্টারনেট স্পিড কমিয়ে দেয়া হয়েছে। এনডিটিভি।
ইত্তেফাক/সাব্বির
Comments