উ. কোরিয়ান সাবমেরিনের ‘অস্বাভাবিক’ কার্যকলাপ শনাক্তের দাবি যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক০১ আগষ্ট, ২০১৭ ইং ১২:১৫ মিঃ
উ. কোরিয়ান সাবমেরিনের ‘অস্বাভাবিক’ কার্যকলাপ শনাক্তের দাবি যুক্তরাষ্ট্রের
মার্কিন সামরিক বাহিনী জানাচ্ছে, তারা উত্তর কোরিয়ান বাহিনীর ব্যবহৃত সাবমেরিনের ‘অত্যন্ত অস্বাভাবিক’ কার্যকলাপ শনাক্ত করেছে। এ মাসের মধ্যেই দ্বিতীয়বারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরে এই ধরণের কার্যক্রমকে উত্তর কোরিয়ার পরবর্তী কোনো অস্ত্র পরীক্ষা হিসেবেও দেখছে তারা। 
মার্কিন সংবাদ সংস্থা- সিএনএনকে সেদেশের এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ‘উত্তর কোরিয়া এবার সাবমেরিন থেকেও অস্ত্র প্রয়োগের পরীক্ষা চালাতে যাচ্ছে। আমরা তাদের এমন কিছু কার্যকলাপ পর্যবেক্ষণ করেছি যাতে প্রতীয়মান হয় যে- তারা ডুবোজাহাজ থেকেই নতুন কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টা চালাচ্ছে।’
ওই কর্মকর্তা আরো জানান, ‘আমরা  উত্তর কোরিয়ান ডুবোজাহাজের ইঞ্জিন চালু করতে দেখেছি। এমনকি পানির ওপরে ভাসমান অবস্থায় ওই ডুবোজাহাজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যন্ত্রাংশ থেকে বাষ্প ও ধোঁয়া ওঠতেও দেখেছি।’ ডুবোজাহাজটি সিনপো নেভাল শিপইয়ার্ডের কাছাকাছি স্থানে রাখা ছিল বলেও জানান তিনি। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা