চুরি করতে এসে শ্যাম্পেন খেয়ে ঘুম!
অস্ট্রেলিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে শ্যাম্পেন খেয়ে ঘুমিয়ে পড়ার অভিযোগ তুলেছে পুলিশ। শুক্রবার পশ্চিম অস্ট্রেলিয়ায় এসপেরান্সে দুপুরে ঘটে এই ঘটনা।
জানা গেছে, ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি এক নারীর বাসায় দরজা ভেঙে প্রবেশ করে। এরপর ওই নারীর বাসায় থাকা ‘বেশ দামি’ শ্যাম্পেন খেয়ে তারই বিছানায় ঘুমিয়ে পড়ে। ওই নারী বাসায় এসে দেখে ওই চোর তার বিছানায় ঘুমিয়ে আছে। স্থানীয় পুলিশের সিনিয়র সার্জেন্ট রিচার্ড মুর বলেন, ওই নারী বাইরে এসে পুলিশকে ফোন করে জানায়। ঘটনাস্থলে পুলিশ এসে দেখে ওই ব্যক্তি বেঘোরে ঘুমুচ্ছে।
ওই ব্যক্তিকে পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কারণ সে প্রচণ্ড মাতাল অবস্থায় ছিল। তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হচ্ছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
Comments