ইহুদি রাষ্ট্র ঘোষণা করায় ইসরায়েলি সাংসদের পদত্যাগ

ইহুদি রাষ্ট্র ঘোষণা করায় ইসরায়েলি সাংসদের পদত্যাগ
ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণা করায় সংসদ থেকে পদত্যাগ করেছেন দেশটির আইনপ্রণেতা জোহেইর বাহলুল (৬৭)। ইসরায়েলকে ইহুদিদের রাষ্ট্র ঘোষণা করে আইন প্রণয়ন করায় গতকাল শনিবার তিনি সংসদ নেসেটকে 'বর্ণবাদী' ও 'ধ্বংসাত্বক' বলেও অভিহিত করেন।
নেসেটে গত ১৯ জুলাই ওই বিতর্কিত আইন পাশ করা হয়। সংসদে আরব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন  জোহেইর বাহলুল। এ আইনের ফলে ইসরায়েলে সংখ্যালঘু আরবরা বৈষম্যের সম্মুখীন হবে বলেও দাবি করেছেন এ রাজনীতিবিদ। 
বিরোধী দল জিওনিস্ট ইউনিয়ন পার্টির এই সদস্য আরও বলেন, 'আমি নেসেট থেকে পদত্যাগ করছি। আমি ধ্বংসাত্মক, বর্ণবাদী ও উগ্রপন্থী সংসদকে বৈধতা দিতে চাই না। এ আইন আমাকে এবং যারা আমাকে এখানে পাঠিয়েছে তাদেরকে শোষণের হাতিয়ার।' সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা