জাপানের কাছে ক্ষমা চাইলো যুক্তরাষ্ট্র

জাপানের কাছে ক্ষমা চাইলো যুক্তরাষ্ট্র

জাপানে সম্প্রতি মার্কিন সামরিক সরঞ্জামের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় দেশটির কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। এসব দুর্ঘটনার কারণে দেশব্যাপী মার্কিনবিরোধী ক্ষোভ তৈরি হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। 
টোকিওতে মন্ত্রণালয়ের এক মুখপাত্র একথা জানান। ওকিনাওয়ায় সোমবার মার্কিন সামরিক হেলিকপ্টারের জরুরি অবতরণসহ বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইৎসুনোরি ওনোদেরার কাছে ক্ষমা চেয়েছেন। দুই দিন আগেও জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপটিতে একই ধরণের জরুরি বিমান অবতরণের ঘটনা ঘটে।
দ্বীপটিতে জাপানে মোতায়েন অর্ধেকেরও বেশি মার্কিন সেনা রয়েছে। জাপানে বর্তমানে ৪৭ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র মন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘ম্যাটিস মাফ চেয়েছেন।’ এএফপি।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা