বাংলাদেশ বনাম অষ্ট্রেলিয়া প্রথম টেস্ট দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮


বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে তিন উইকেটে ১৮ রান করে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে মাঠে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশো। তবে শুরুটা ভাল করতে পারেননি ওয়ার্নার। দলীয় ৯ রানে অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ডেভিড ওয়ার্নারকে (৮) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি।
তিন নম্বরে নেমেও ভাল কিছু করতে পারেননি উসমান খাজা। পরের ওভারের প্রথম বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওসমান খাজা। ব্যক্তিগত ১ রানে সাকিবের ওভারে রান আইট হন তিনি। তাকে ফেরান সৌম্য সরকার। একই ওভারের শেষ বলে সাকিব আল হাসান এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাথান লিয়ন। তিন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি। দিনশেষে রেনশো ৬ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৬০ রানে গুটিয়ে যায় টাইগাররা। সাকিব আল হাসান করলেন ৮৪ আর তামিম ইকবালের ৭১ রানের সুবাদে এই স্কোর করে তারা। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ৩টি, নাথান লায়ন ৩টি, অ্যাশটন আগার ৩টি ও গ্লেন ম্যাক্সওয়েল ১টি করে উইকেট নিলেন। এরপর আর বড় ইনিংস খেলতে পারেননি কেউ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৬০ (৭৮.৫ ওভার)
(তামিম ইকবাল ৭১, সৌম্য সরকার ৮, ইমরুল কায়েস ০, সাব্বির রহমান ০, সাকিব আল হাসান ৮৪, মুশফিকুর রহিম ১৮, নাসির হোসেন ২৩, মেহেদী হাসান মিরাজ ১৮, তাইজুল ইসলাম ৪, শফিউল ইসলাম ১৩, মোস্তাফিজুর রহমান ০*; জস হ্যাজলেউড ০/৩৯, প্যাট কামিন্স ৩/৬৩, নাথান লায়ন ৩/৭৯, অ্যাশটন আগার ৩/৪৬, গ্লেন ম্যাক্সওয়েল ১/১৫)।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা