বাংলাদেশ বনাম অষ্ট্রেলিয়া প্রথম টেস্ট দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮
বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে তিন উইকেটে ১৮ রান করে দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে মাঠে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশো। তবে শুরুটা ভাল করতে পারেননি ওয়ার্নার। দলীয় ৯ রানে অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ডেভিড ওয়ার্নারকে (৮) এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি।
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৬০ (৭৮.৫ ওভার)
(তামিম ইকবাল ৭১, সৌম্য সরকার ৮, ইমরুল কায়েস ০, সাব্বির রহমান ০, সাকিব আল হাসান ৮৪, মুশফিকুর রহিম ১৮, নাসির হোসেন ২৩, মেহেদী হাসান মিরাজ ১৮, তাইজুল ইসলাম ৪, শফিউল ইসলাম ১৩, মোস্তাফিজুর রহমান ০*; জস হ্যাজলেউড ০/৩৯, প্যাট কামিন্স ৩/৬৩, নাথান লায়ন ৩/৭৯, অ্যাশটন আগার ৩/৪৬, গ্লেন ম্যাক্সওয়েল ১/১৫)।
Comments