বাংলাদেশ বনাম অষ্ট্রেলিয়া প্রথম টেস্ট ২৬০ রানে থামল টাইগাররা
১০ রানে ২ উইকেট হারানোর পর সাকিব-তামিমর দুর্দান্ত জুটি ম্যাচে ফিরিয়েছিল বাংলাদেশকে। এই দুজন আউট হওয়ার পর আর কেউ দায়িত্ব নিতে পারেনি। মাঝে এক পশলা বৃষ্টি এসে থেমে গেলেও উইকেট বৃষ্টি থামল না। প্রথমদিনেই নিজেদের প্রথম ইনিংসে ২৬০ রানে থেমে যান বাংলাদেশি টাইগাররা।
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, জস হ্যাজলেউড এবং নাথান লায়ন।
Comments