লুহানস্ক নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রতিরক্ষামন্ত্রীকে যে নির্দেশ দিলেন পুতিন

 লুহানস্ক নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রতিরক্ষামন্ত্রীকে যে নির্দেশ দিলেন পুতিন

সের্গেই শোইগু (বামে) ও ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের ডোনবাসের একটি অঞ্চল ‘লুহানস্ক’কে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার। এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান অব্যাহত রাখতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নতুন নির্দেশনাও দিয়েছেন। 



সোমবার রুশ বাহিনীর হাতে লুহানস্কের সর্বশেষ শহর লিসিচানেস্কের পতনের পর শোইগু পুতিনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই নির্দেশ দিন।



রুশ প্রেসিডেন্ট বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অন্যান্য ফ্রন্টে অভিযান চালিয়ে যেতে হবে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া বর্তমানে ডোনেটস্ক অঞ্চলের নিকটবর্তী শহরগুলোতে বিমান হামলা জোরদার করেছে। ডোনেটস্ক ও লুহানস্ক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল ডোনবাসের অংশ।



প্রেসিডেন্ট পুতিন তার প্রতিরক্ষামন্ত্রীকে বলেছেন, যেসব সৈন্য লুহানস্ক দখল করার অভিযানে অংশ নিয়েছে তাদেরকে এবার বিশ্রামে পাঠাতে হবে। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবার পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় ব্রিগেডকে অভিযান চালিয়ে যেতে হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার আগে লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা