কেবিনে ধোঁয়া, মেলানিয়া ট্রাম্পের বিমানের জরুরি অবতরণ
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী একটি বিমান জরুরি অবতরণ করেছে। গতকাল বুধবার মেলানিয়া ওয়াশিংটন থেকে ফিলাডেলফিয়া যাচ্ছিলেন। বিমানে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, কেবিনে ধোঁয়া দেখা দেওয়ায় বিমানটি ওড়ার ১০ মিনিট পর অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করে।
মেলানিয়া ট্রাম্পের মুখপাত্র স্টিফেনি গ্রিসাম বলেন, বিমানে সামান্য কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। ফার্স্ট লেডি মেলানিয়াসহ সবাই সুন্দর এবং নিরাপদে আছেন। তিনি জানান, ফিলাডেলফিয়ার একটি হাসপাতাল পরিদর্শন করার কথা ছিল মেলানিয়া ট্রাম্পের। - এনডিটিভি
ইত্তেফাক/আরকেজি
Comments