স্বামীর সাজানো মৃত্যুকে সত্য ভেবে সন্তানসহ স্ত্রীর আত্মহত্যা
ইন্স্যুরেন্স জালিয়াতির জন্য স্বামী গাড়ি দুর্ঘটনার নাটক সাজিয়ে রটিয়ে দিয়েছিল নিজের মৃত্যুর খবর। স্বামীর মৃত্যুর খবর পেয়ে শোকে স্ত্রী দুই সন্তানকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি অনলাইনে ‘সুইসাইড নোট’ লিখে যান। ঘটনাটি চীনের হুনান প্রদেশের শিনহুয়া কাউন্টিতে। পুলিশ লোকটির নাম ‘হে’ বলে জানিয়েছে। ট্রাজিক ঘটনার পর হে নিজেই ধরা দেন পুলিশের কাছে।
পুলিশ বলছে, গত সেপ্টেম্বরে হে এক মিলিয়ন ইউয়ানের জীবন বীমা করেন। তিনি এটা স্ত্রীকে জানাননি। গত ১৯ শে সেপ্টেম্বর হে ধার করা গাড়িতে চেপে দুর্ঘটনার নাটক সাজান। দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছে এমন ধারণা দেয়ার চেষ্টা করেন। হে ঋণগ্রস্থ হয়ে পড়েছিলেন। তার নামে এক লাখ ইউয়ানের ঋণ ছিল। গত ১১ই অক্টোবর হে’র ৩১ বছর বয়সী স্ত্রী তার ৪ এবং ৩ বছর বয়সী দুই শিশু সন্তানকে নিয়ে আত্মহত্যা করেন। সুইসাইড নোটে তিনি লিখেছিলেন, তিনি স্বামীর সঙ্গী হতে যাচ্ছেন। তার ইচ্ছে তারা চারজন আবার যেন একসঙ্গে মিলতে পারেন। -বিবিসি
ইত্তেফাক/আরকেজি
Comments