১১ জেলেসহ ভারতীয় ট্রলার আটক করলো পাকিস্তান

১১ জেলেসহ ভারতীয় ট্রলার আটক করলো পাকিস্তান
খুদা দোস্ত কা করম’ নামের ভারতের একটি ট্রলারসহ ১১ জন জেলেকে আটক করেছে দেশটির ম্যারিটাইম সার্ভিলেন্স এজেন্সি (PMSA)। পাকিস্তান এক বিবৃতিতে জানিয়েছে, ওখায় রেজিস্টার করা ট্রলারটি গিয়ে পড়েছিল একটি ‘নো ফিশিং জোনে’, গুজরাটের কচ থেকে ৩৬ নটিক্যাল মাইল দূরে। এরপরই ট্রলারটি আটক করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
অন্যদিকে, আরও একটি ঘটনায় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘রাজরতনের’ তৎপরতায় আটক হওয়ার থেকে রেহাই পেল আরও দুটি ট্রলার, ‘মেশব মা’ এবং ‘ সাফিনা-আল-তাহিরি’। ট্রলার দুটিতে ছিলেন ১৯ জন জেলে এবং এ দুটিও ওখাতেই রেজিস্টার করা হয়। খবরে প্রকাশ, জাহাজ দুটিকে তাড়া করেছিল একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ। কারণ সেগুলি নাকি পাকিস্তানি সমুদ্রে ঢুকে পড়েছিল।
ঠিক সময়ে ভারতীয় কোস্ট গার্ড ট্রলার দুটিকে উদ্ধার না করলে সেগুলির পাকিস্তানি এজেন্সির হাতে ধরা পড়ার সম্ভাবনা ছিল।
ভারতীয় কর্মকর্তাদের বক্তব্য, আরব সাগরে ঘটা এই দুটি ঘটনার মধ্যে কতটা দূরত্ব ছিল, তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৮/মাহবুব

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা