ই কোরিয়া ফের হটলাইন চালু করায় জাতিসংঘ প্রধানের অভিনন্দন
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আবারো হটলাইন চালু হওয়ায় বুধবার অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। এছাড়া এ উপদ্বীপের পারমাণবিক ইস্যু নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আরো কূটনৈতিক উদ্যোগ নেয়ার আশা ব্যক্ত করেছেন তিনি। খবর এএফপি’র।
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন পর বুধবার আবারো তাদের মধ্যে যোগাযোগ চ্যানেল চালু করে। ২০১৬ সালের পর থেকে চ্যানেলটি বন্ধ ছিল। পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ায় আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দেয়ার পর এ চ্যানেল চালু করা হলো। জাতিসংঘ মুখপাত্র ফারহান হক বলেন, ‘উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংলাপের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।’
তিনি আরো বলেন, গুতেরেস ‘আন্তঃকোরীয় যোগাযোগ চ্যানেল আবারো চালু করাকে অভিনন্দন জানিয়েছেন।’ হক বলেন, ‘কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে যে প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আহ্বান করেছে, আমরা আশা করছি জোরদার কূটনৈতিক তৎপরতা সে লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’ এএফপি।
ইত্তেফাক/সেতু
Comments