ওবায়দুল কাদের হাসপাতাল ছাড়লেন

ওবায়দুল কাদের হাসপাতাল ছাড়লেন
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গাড়িতে উঠছেন ওবায়দুল কাদের- ফোকাস বাংলা
এক মাস চিকিৎসার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাসপাতাল ছেড়েছেন। এর আগে সিঙ্গাপুর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার পর (বাংলাদেশ সময় দুপুর ১টার কিছুক্ষণ পর) মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, হাসপাতাল ছেড়ে হেঁটে গাড়িতে উঠছেন ওবায়দুল কাদের। এসময় সেখানে উপস্থিত লোকজনকে উদ্দেশ করে তাকে হাত নাড়তেও দেখা যায়।
এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট ডা. আবু নাসের রিজভী জানান, ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ। ফলোআপ চিকিৎসার জন্য আরো কিছুদিন তিনি সেখানে থাকবেন। আজ সিঙ্গাপুর সময় বিকাল তিনটায় (সম্ভাব্য সময়) তাঁকে রিলিজ দেয়া হবে হাসপাতাল থেকে।
প্রসঙ্গত, গত ৩ মার্চ বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। উন্নত চিকিত্সার জন্য পর দিনই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
ইত্তেফাক/এমআরএম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা