জম্মু-কাশ্মিরে সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত ৩
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভারতের নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত।
ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগরে সেনা ও জঙ্গিদের গুলি বিনিময়কাল অন্তত ৩ জন নিহত হয়েছে। নিহতদের ৩ জনই জঙ্গি বলে জানানো হয়। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর থেকে ১১ কিলোমিটার দূরে একটি বাড়িতে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণ চালায় সেনারা। সংঘর্ষে তৎক্ষণাৎ ৩ জন জঙ্গি নিহত হয়। এতে ভারতীয় এক সেনা আহত হয় বলে জানানো হয়।
আরো পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
দেশটির পুলিশ জানায়, অভিযান চলাকালে ওই অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়।
ইত্তেফাক/এসআর
Comments