এবার পুতিনের সরাসরি নির্দেশে পরমাণু মহড়া!

এবার পুতিনের সরাসরি নির্দেশে পরমাণু মহড়া!
পরমাণু শক্তিধর দেশ রাশিয়ার সামরিক বাহিনীর পরমাণু ইউনিট দেশটির জলসীমায় গুরুত্বপূর্ণ মহড়া চালিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে রুশ সেনারা এই মহড়া চালায়। এতে পরমাণু হামলা ও প্রতিরোধের দৃশ্য ফুটে ওঠে। এমনটাই জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা দফতর।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা দফতর জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ও সুপ্রিম কমান্ডার-ইন-চিফ ভ্লাদিমির পুতিনের নির্দেশে কৌশলগত পরমাণু বাহিনী মহড়া চালিয়েছে। পরমাণু মহড়ায় দেখা গিছে- রুশ সেনারা ব্যারেন্ট এবং ওখস্তস্ক সমুদ্রের ঘাঁটিতে রাখা সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে।
এই পরীক্ষার মাধ্যমে রুশ সেনাদের যুদ্ধক্ষেত্রে সময়মতো হামলার সক্ষমতা যাচাই করা হয়েছে। মহড়ায় রাশিয়ার দীর্ঘপাল্লার বিমানও অংশ নেয়। এই বিমান থেকে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ নানা রকমের ক্ষেপণাস্ত্র ও গোলা ছোঁড়া হয়।
রুশ প্রতিরক্ষা দফতরের তরফে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, মহড়ার সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্ক সংকেত দেওয়ার ব্যবস্থাগুলো সাবমেরিন থেকে ছোঁড়া সব ক্ষেপণাস্ত্র সঠিকভাবে শণাক্ত করতে ও সেসব তথ্য সাফ্যলের সঙ্গে কমান্ড সেন্টারে পাঠাতে সক্ষম হয়। খবর কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা