ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া লায়ন এয়ারের পাইলট ছিলেন ভারতীয়

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া লায়ন এয়ারের পাইলট ছিলেন ভারতীয়
ইন্দোনেশিয়ার উত্তর জাভা দ্বীপের কাছে সোমবার সমুদ্রে বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ছিলেন এক ভারতীয়। ১১ হাজার ঘণ্টার চেয়েও বেশি উড্ডয়ন অভিজ্ঞা সম্পন্ন ওই পাইলটের নাম ভাবী সুনেজা। তিনি ২০১১ সালে লায়ন এয়ারে যোগ দিয়েছিলেন।
এদিকে, উদ্ধারকারী সংস্থার অপারেশনাল ডিরেক্টর সূর্য বামবাং জানিয়েছেন, লায়ন এয়ারলাইন্সের বিমানে ১৮৯ জন আরোহী ছিলেন এবং এদের কেউ বেঁচে নেই বলেই মনে হচ্ছে। কারণ অনেকের লাশ বহুদূরে পাওয়া গেছে। এখন আমাদের জন্য প্রয়োজন হচ্ছে বিমানের মূল ধ্বংসাবশেষ খুঁজে বের করা।
জানা যায়, বিমানটির পাইলট সুনেজা খুবই মিষ্টভাষী ব্যক্তি ছিলেন। দুর্ঘটনা মুক্ত প্লেন উড্ডয়নে তার রেকর্ড রয়েছে। সেইসঙ্গে মসৃণভাবে প্লেন চালনায়াও তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল।
গতকাল সোমবার সকালে রাজধানী জাকার্তা থেকে সুমাত্রা দ্বীপের পাংকাল পিনাং শহরে যাওয়ার সময় বোয়িং ৭৩৭ বিমানটি ওড়ার ১৩ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। এসময় বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১,১১৩ মিটার উপরে ছিল। সমস্যা বুঝতে পেরে বিমানের পাইলট আবার বিমানটি নিয়ে ফিরে আসতে চেয়েছিলেন এবং কন্ট্রোল টাওয়ার তাকে সে অনুমতিও দিয়েছিল কিন্তু এরপরই তিনি যোগাযোগ হারিয়ে ফেলেন। বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি।
কর্মকর্তারা বলছেন, ব্ল্যাকবক্স উদ্ধার করা সম্ভব হলে সবকিছু পরিষ্কার হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা