ম্যানেজারকে পিটিয়ে হত্যা করলো জমি ব্যবসায়ী

ম্যানেজারকে পিটিয়ে হত্যা করলো জমি ব্যবসায়ী
                                                                                       স্বজনদের আহাজারি
খুলনায়  নিয়ামুল (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জেলার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে তার কর্মস্থলের মালিক ও তার লোকজন তাকে পিটিয়ে আহত করে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় ফরেন মার্কেট এলাকায় তার উপর হামলা চালান জমি ব্যবসায়ী আব্দুল হান্নান, মিরাজ ও মিজানুরসহ তাদের লোকজন।
খুলনা জেলা পুলিশের এডিশনাল এসপি (ডিএসবি) আব্দুল হালিম জানান, আব্দুল হান্নান জমি ব্যবসা করেন। নিয়ামুল তার ম্যানেজার। নিয়ামুল অর্থ আত্মসাত্ করেছে- এমন অভিযোগে হান্নান তার লোকজন নিয়ে নিয়ামুলকে মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি মঙ্গলবার সকালে মারা যান।
নিয়ামুলের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা