ট্রাম্প বলেন এক কথা, পেন্টাগন বলে অন্যটা

ট্রাম্প বলেন এক কথা, পেন্টাগন বলে অন্যটা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যখন উত্তর কোরিয়ার সঙ্গে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে তখন দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দেশের যৌথ সামরিক মহড়া পরিচালনার কোনো কারণ নেই।
হোয়াইট হাউজ গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একজন খুবই চমৎকার মানুষ এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়ে বিশাল পরিমাণ অর্থ খরচ করার কোনো কারণ নেই।
হোয়াইট হাউজ বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ বিষয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছেন। হোয়াইট হাউজ একইসঙ্গে বলেছে, তবে প্রেসিডেন্ট চাইলে তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া শুরু করতে পারেন।
এর আগে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া বাতিলের আর কোনো পরিকল্পনা নেই। এশিয়ার এ দেশটির সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়া বাতিলের ঘোষণা দেয়ার এক পর মাস পর তিনি একথা বলেন। 
জিম ম্যাটিস বলেন, শুভেচ্ছার নিদর্শন স্বরূপ এর আগে আমেরিকা কিছু গুরুত্বপূর্ণ মহড়া বাতিল করেছিল তবে অন্য মহড়াগুলো অব্যাহত রয়েছে। 
তিনি সাংবাদিকদের পরিষ্কার করে বলেন, এ পর্যায়ে আর কোনো মহড়া বাতিলের পরিকল্পনা আমাদের হাতে নেই।
বিডি প্রতিদিন/৩০ আগস্ট ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা