গান শোনাবে টেবিল ক্লথ !

গান শোনাবে টেবিল ক্লথ !
খাবার টেবিলে বসে প্রিয়জনকে সুরের মূর্ছনায় আচ্ছন্ন করতে চান? এ জন্য অতিরিক্ত কোন যন্ত্রের প্রয়োজন নেই। আপনার খাবার টেবিলের ওপর বিছানো টেবিল ক্লথই শোনাবে গান। সম্প্রতি একদল সুইডিশ বিজ্ঞানী এই বিশেষ ধরনের টেবিল ক্লথ আবিষ্কার করেছেন। তবে এই সঙ্গীত শুনতে অতিরিক্ত কসরতের প্রয়োজন নেই। শুধু টেবিল ক্লথের ওপর হালকা চাপ দিলেই বেজে উঠবে গানের সুর। সুইডেনের স্মার্ট টেক্সটাইল নামক এক কোম্পানি এই টেবিল ক্লথ তৈরি করেছে। লি জুয়ো ও ম্যাটস জোহানসন নামক দুই বিজ্ঞানী প্রথমে এই ধারণা আবিষ্কার করেন। তারপর তারা স্মার্ট টেক্সটাইলের সঙ্গে মিলে এই কাপড় তৈরি করেন। এ জন্য তারা এক বিশেষ ধরনের কাপড়ের সঙ্গে অনেকগুলো সেন্সর জুড়ে দেন। ম্যাটস জোহানসন বলেন, আমি গান ভালবাসি। আমরা কাপড়ের সঙ্গে সেন্সর লাগিয়ে মজার কিছু আবিষ্কার নিয়ে ভাবছিলাম। তারপরই এই গান শোনানো টেবিল ক্লথ আবিষ্কারের বুদ্ধি মাথায় আসে। শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্য নিয়েই আমরা এই টেবিল ক্লথ আবিষ্কার করেছি। এ জন্য আমরা কাপড়ের সঙ্গে ড্রাম ও পিয়ানোর কাঠামো জুড়ে দিয়েছে। আর যাতে এটি বাজতে পারে এ জন্য অনেকগুলো সেন্সর জুড়ে দিয়েছি। এখন ওই ড্রামে চাপ দিলেই এটি সংক্রিয়ভাবে বাজতে থাকবে। -অডিটি সেন্ট্রাল অবলম্বনে।
প্রকাশিত : ২৭ মার্চ ২০১৬
- See more at: http://www.dailyjanakantha.com/ 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা