সিসির সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজে এরদোগানের অস্বীকৃতি

সিসির সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজে এরদোগানের অস্বীকৃতি
এরদোগান (বামে) ও সিসি।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকায় জাতিসংঘ মহাসচিব আয়োজিত নৈশভোজে নির্ধারিত টেবিলে বসেননি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত মধ্যাহ্নভোজের সময় এ ঘটনা ঘটে। খবর ডেইলি সাবাহ’র।
এরদোগানের জন্য নির্ধারিত টেবিলে মিসরীয় প্রেসিডেন্ট সিসিও বসবেন বলে ওই টেবিলে বসে মধ্যাহ্নভোজ সারতে অস্বীকৃতি জানান এরদোগান। পরে তিনি পাশেই অন্য টেবিলে মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। ফলে সেই টেবিলে তার জন্য নির্ধারিত চেয়ারটি খালি থাকে।
মূলত, মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক ক্যু করে উৎখাত ও কারাগারে নিক্ষেপ করার পর থেকেই মিশরের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটতে থাকে।
গত ফেব্রুয়ারিতে এক সাক্ষাতকারে এরদোগান বলেন, সিসির মত লোকের সঙ্গে আমি কখনই কথা বলব না।
সিএনএন টার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, এখানে মিসরের প্রেসিডেন্টের পক্ষের একজন মধ্যস্থতাকারী প্রায়ই আমার কাছে এসে সিসির সঙ্গে কথা বলতে অনুরোধ করেন। আমি তাকে স্পষ্ট বলে দিয়েছি, তার (সিসি) মত রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমি কখনোই কথা বলব না।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা