ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে একশ ২৯ জন গ্রেফতার
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে একশ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য।
পুলিশ জানায়, জেলা ব্যাপী সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৬৩ জন, হরিণাকুন্ডু থেকে ৮ জন, শৈলকুপা ৩২ জন, কালিগঞ্জ থেকে ১ জন, মহেশপুর থেকে ১৯ জন ও কোটচাঁদপুর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/এমআই
Comments