জনগণের ভোগান্তি দূর করতে মেট্রোরেলে মোদী, তুললেন সেলফি

জনগণের ভোগান্তি দূর করতে মেট্রোরেলে মোদী, তুললেন সেলফি
প্রধানমন্ত্রীর ভ্রমণ মানেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন বন্ধ করে তল্লাশি ইত্যাদি। এতে চরম ভোগান্তিতে পড়েন জনগণ। সেই ভোগান্তি দূর করতে বৃহস্পতিবার ভারতীয় ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের শিলান্যাসে যাওয়ার পথে হঠাৎ দিল্লি মেট্রোরেলে উঠে পড়েন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ আনন্দের সাথে সফর করেন প্রায় ১৪ মিনিট। 
মেট্রোরেলের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দ্বোয়ারকার সেক্টর ৫ এলাকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এক্সপো সেন্টারের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী মোদী। এসময় দুপুর ৩ টা ১৩ মিনিটে তিনি হঠাৎ গাড়ি থামিয়ে মেট্রোরেলে ওঠেন। প্রায় ১৪ মিনিটের রেলযাত্রা শেষে গন্তব্যে পৌঁছান তিনি। স্বল্প এই সফরে যথেষ্ট খুশি মেজাজেই ছিলেন মোদী। 
ওই কর্মকর্তা আরও জানান, বিকেল ৪টা ৩৯ মিনিটে তিনি ফের মেট্রোরেলে করেই ফিরে আসেন। দ্বোয়ারকা সেক্টর ২১ থেকে মেট্রোরেলে উঠে ধৌলা কুয়াঁতে তিনি নামেন ৪টা ৫৪ মিনিটের দিকে।.প্রধানমন্ত্রীকে হঠাৎই মেট্রোর মধ্যে দেখে হকচকিয়ে যান নিত্যযাত্রীরা। অনেকের সঙ্গে সেলফিতেও বন্দি মোদী। 
কনভেনশন সেন্টারের শিলান্যাসের পর প্রধানমন্ত্রী বেশ কিছু ছবি ট্যুইট করে শেয়ার করেন। তবে যানজট এড়াতে মেট্রোরেলে করে তার এই সফরে চমকে যান অনেকেই৷
বিডি প্রতিদিন/এনায়েত করিম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা