বঙ্গোপসাগরে ২৫ ফিশিং ট্রলার ডুবে ১৩ জেলে নিখোঁজ
বঙ্গোপসাগরে ২৫ ফিশিং ট্রলার ডুবে ১৩ জেলে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে বঙ্গোপসাগরের নারিকেলবাড়ীয়া, মান্দারবাড়ীয়া, ফেয়ারওয়ে বয়া এলাকাসহ সাগরের বিভিন্ন স্থানে মাছ শিকাররত প্রায় ২৫টি ফিশিং ট্রলার ডুবে যায়।
ডুবে যাওয়া ট্রলারের মধ্যে বাগেরহাটের শরণখোলার রাজৈর গ্রামের শহিদুল ফরাজী এফবি মারিয়া-১ ১৭ জেলেসহ ট্রলারটি ভারতীয় উপকূলের কাছাকাছি রায়দিঘী এলাকায় ডুবে যায়। ওই ট্রলারের ৯ জেলেকে ভারতীয় একটি ট্রলার উদ্ধার করলেও এখনো ৮ জেলে নিখোঁজ রয়েছে।
ডুবে যাওয়া ট্রলারের জেলেরা হলেন- ট্রলার মালিক শহিদুল ফরাজী (৩৭), আনোয়ার ফরাজী (৪৫), কামরুল ফরাজী (৩৫), কবির হাওলাদার (২৫), আশরাফুল (২২), আলম মিস্ত্রি (৪২), কবির ঘরামী (৩৫), এনামুল (২৩), ইয়াছিন (৪০), শহিদুল হাওলাদার (৪০), রাব্বি তালুকদার (১৯), ডাবলু হাওলাদার (২৩), মোদাচ্ছের (৩৫), ইউসুফ (৪০), বাবুল হাওলাদার (৩৮), আলমগীর (৩২) ও রিয়ার (২০)। তাদের বাড়ি শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঝড়ের কবলে পড়ে সাগরে পাথরঘাটার আহম্মদ মিস্ত্রীর এফবি তাজেনুর, খলিল মাঝির এফবি মীম, জালাল মোল্লার এফবি মায়ের দোয়া, এবং বরগুনার গুলিশাখালীর ছগির পহলানের এফবি আরমান আলী ডুবে গেছে। এ ঘটনায় ট্রলার মালিক ছগির পহলান, বাবুর্চি সুলতান, ও আনসার আলী এবং বাগেরহাটের মোরেলগঞ্জের চণ্ডিপুরের এফবি আকবরের মধুমাঝি নিখোঁজ রয়েছে।
জাতীয় মৎস্যজীবী সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন ও মৎস্য ব্যবসায়ী কবির আড়তদার এবং জামাল হাওলাদার জানান, নিম্নচাপের সংকেত পেয়ে সাগরে মাছ ধরারত সকল ট্রলার বৃহস্পতিবার দুপুর থেকেই কূলে ফিরতে শুরু করে। ফেরার পথে শরণখোলার মৎস্য ব্যবসায়ী তহিদুল তালুকদারের এফবি আজমীর শরীফ-১, বিলাশ রায় কালুর এফবি সাগর-১, মালেক মোল্লার এফবি শাওন এবং ইউনুচ শিকদারের (নাম জানা যায়নি) একটি ট্রলার নিখোঁজ হয়েছে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, প্রবল ঝড়ে কটকা ফরেস্ট অফিসের চালের কয়েকটি টিন উড়ে গেছে।
কোস্টগার্ড পশ্চিমজোন মোংলা অপারেশন কর্মকর্তা লে. জাহিদ আল হাসান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে কচিখালীর অদূরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ৮ জেলেসহ ভাসতে থাকা পটুয়াখালীর ফিশিং ট্রলার এফবি নূরুল আমীনকে কচিখালী কন্টিনজেন্ট কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার করে নিয়ে আসে। এছাড়া কোস্টগার্ডের কচিখালী, ও দুবলা কন্টিনজেন্টের সদস্যরা জেলেদের সহায়তায় তাদের তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান।
ইত্তেফাক/বিএএফ
Comments