কিং কোবরা থেকে কুমির, ঘরে ৪০০ সরীসৃপ নিয়ে বসবাস

কিং কোবরা থেকে কুমির, ঘরে ৪০০ সরীসৃপ নিয়ে বসবাস
কফি টেবিলের মধ্যে একটা আস্ত চন্দ্রবোড়া, বাগানে ঘুরে বেড়াচ্ছে ৫০ কিলোগ্রামের কচ্ছপ। আর সাত ফুটের একটা কুমির গড়াগড়ি দিচ্ছে বিছানায়। দরজার সামনেও অপেক্ষায় কয়েকটা কুমির। এটা কোনও সায়েন্স ফিকশন সিনেমা নয়।
বাস্তবে এদেরকে নিয়ে বসবাস করছেন ফ্রান্সের পশ্চিম নান্তেস সিটিতে ৬৭ বছর বয়সের বাসিন্দা ফিলিপে গিলেট। চন্দ্রবোড়াই, র‌্যাটল স্নেক, ট্যারান্টুলা, বিচিত্র প্রজাতির টিকটিকি মিলে প্রায় ৪০০টি সরীসৃপ থাকে ফিলিপের বাড়িতে।
গিলেট বলেন, এসব প্রানীদের মধ্যে সবচেয়ে প্রিয় হলো দুটি কুমির। একটি নাম এলি, অপরটিক নাম গেটর। চামড়ার কারখানার পাশে জলাশয় থেকে তাদের উদ্ধার করেছিলেন। এ ছাড়াও বিভিন্ন জায়গা থেকে অসহায় প্রাণীদের এনে আশ্রয় দিয়েছেন তারই বাড়িতে।
গিলেট তার প্রিয় গোসাপটিকে চামচ দিয়ে খাবার খাওয়ানোর সময় এক সংবাদসংস্থাকে বলেন,‘সরীসৃপ দেখলেই মানুষ ঘৃণা করে। কিন্তু ওরা অসহায়। ওরা কিন্তু কারও ক্ষতি করে না স্বেচ্ছায়। ওদের জানলে, ওদের চিনলে প্রত্যেকেরই অসম্ভব ভাল লাগবে।’

চামচ দিয়ে খাইয়ে দিচ্ছেন গিলেট। ছবি রয়টার্স।

গিলেটের প্রতিবেশীদেরও খুব একটা আপত্তি নেই এই পোষ্যদের নিয়ে। তবে স্থানীয় দমকল দফতর এ বিষয়ে সতর্ক করেছেন, যাতে কোথাও আগুন লাগলে এই বাড়িতে কেউ আশ্রয় নিতে ঢুকে না পড়েন।  
ইত্তেফাক/ এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা