ইসরায়েলি ফুটবল ক্লাবের অংশীদারিত্ব কিনলেন আমিরাতের শেখ

 

বিতর্কিত ইসরায়েলি ফুটবল ক্লাবের অংশীদারিত্ব কিনলেন আমিরাতের শেখ

আরব বিদ্বেষী একটি ইসরাইলি ক্লাবের ৫০ শতাংশ মালিকানা কিনেছেন সংযুক্ত আরব আমিরাতের শেখ হামাদ বিন খলিফা আল-নাহিয়ান। ইসরায়েলি ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম নামের ওই ক্লাব দীর্ঘকাল ধরে আরব-বিদ্বেষী জাতিবিদ্বেষ লালনের উর্বর ক্ষেত্র বলেই পরিচিত। খবর ওয়াশিংটন পোস্ট।

এব্যাপারে ক্লাবটির দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শেখ নাহিয়ান সেখানে আগামী ১০ বছরে ৯২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন। 

‘এমন মহিমান্ডিত একটি ক্লাবের অংশীদার হয়ে আমি খুবই উত্তেজনা বোধ করছি’- এভাবেই নাহিয়ান নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

উল্লেখ্য, এই ক্লাবটি তার উগ্রপন্থী ‘ল্যা ফ্যামিলিয়া’ নামের সমর্থকদের জন্যই বেশি পরিচিত। এই গোষ্ঠী সরাসরি আরবদের নির্মূলে বিশ্বাস করে। অথচ, ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ শতাংশই হচ্ছে আরব। 

ইতোপূর্বে সংযুক্ত আরব আমিরাত প্রথম উপসাগরীয় আরব দেশ হিসাবে ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর বাহরাইনও একই পদক্ষেপ নেয়। দেশদুটি ট্রাম্প প্রশাসনের মধ্যস্ততায় হোয়াইট হাউজেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার চুক্তিটি স্বাক্ষর করে।

ওই ঘটনার তিন মাস পর আমিরাতের শেখ ইসরায়েলি ক্লাবটির অর্ধেক মালিকানা কিনে নিলেন। বেইতার জেরুজালেম ইসরায়েলের অন্যতম শীর্ষ ফুটবল ক্লাব। তাদের ঘরেই উঠেছে ইসরায়েলি প্রিমিয়ার লীগের ছয়টি শিরোপা। সর্বশেষ জয় তারা পেয়েছিল ২০০৭-০৮ মৌসুমে। সমর্থকদের মধ্যে ইহুদিবাদী রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনিয়াহু-ও রয়েছেন। 

বিডি প্রতিদিন/আবু জাফর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা