নির্বাচনকে সামনে রেখে তালেবানের সঙ্গে আফগান সরকারের বৈঠক

নির্বাচনকে সামনে রেখে তালেবানের সঙ্গে আফগান সরকারের বৈঠক
তালেবানের একটি প্রতিনিধিদল সৌদি আরবে আফগান সরকারের প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছে। তারা আগামী মাসে পার্লামেন্ট নির্বাচনের নিরাপত্তা এবং কয়েকজন জঙ্গির মুক্তি নিয়ে আলোচনা করেন। আগামী ২০ অক্টোবর আফগানিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 
সীমিত পর্যায়ে বন্দি মুক্তি ও আগামী মাসের নির্বাচনের নিরাপত্তা নিয়ে চলতি সপ্তাহে সৌদি আরবে তালেবান কর্মকর্তাদের সঙ্গে আফগানিস্তান সরকারের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। তালেবানের তিন কর্মকর্তা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 
বৈঠকে ২০ অক্টোবরের ভোট, নির্বাচনী প্রচার সমাবেশ ও অন্যান্য কর্মসূচির নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বলেও জানিয়েছেন তারা। তিন সপ্তাহ পর আফগানিস্তানে নতুন একটি পার্লামেন্ট নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। তালেবানদের হামলার ভয়ে নির্বাচনী প্রচার সমাবেশ ও ভোটকেন্দ্রগুলোতে লোকসমাগম কম হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
 
সুষ্ঠু ও সহিংসতাহীন ভোট আফগান সরকার ও এর আন্তর্জাতিক অংশীদারদের কাছে এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। “শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনে তারা আমাদের সহায়তা চেয়েছে,” বলেছেন এক তালেবান নেতা। বন্দি মুক্তির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানান তিনি। বন্দিদের মধ্যে সামান্য অভিযোগ আছে এমন যোদ্ধাদের ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ ও ভবিষ্যতে ছেড়ে দেওয়ার লক্ষ্যে বাকিদেরকে তিন ভাগে ভাগ করা হবে বলেও জানান তিনি।
 
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির কার্যালয় ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৈঠকের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদেরও বক্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তানের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে বিদেশি সরকারে বসানো অবৈধ শাসন বলে দাবি করে আসছে তালেবানরা। যে কারণে ঘানি সরকারের সঙ্গে না বসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক করতে চায় বিদ্রোহী এ গোষ্ঠীটি।
 
ওয়াশিংটনের সঙ্গে আফগান তালেবানদের মধ্যে নিয়মিত অনানুষ্ঠানিক যোগাযোগ আছে বলেও জানিয়েছে রয়টার্স। চলতি বছরের শুরুতে তালেবানদের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে আপত্তি উঠিয়ে নিয়েছিল মার্কিন প্রশাসন। আফগান সরকার কোনো শান্তি আলোচনার উদ্যোগ নিলে তাতে অংশ নেওয়ার আগ্রহের কথাও বলেছিল তারা।
 
জুলাইতে কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবান প্রতিনিধিদের মধ্যে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বৈঠকও হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র তিন মাসের যুদ্ধবিরতির শর্ত দিলে তাদের সঙ্গে দ্বিতীয় আরেকটি বৈঠকের পরিকল্পনা ভেস্তে যায়। -রয়টার্স
 
ইত্তেফাক/ জেআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা