অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাঙ্গামাটিতে মহাসমাবেশ ‘পাহাড়ে স্থানীয় জনগণই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে’

‘পাহাড়ে স্থানীয় জনগণই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে’
পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাঙ্গামাটিতে আজ রবিবার সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির সচেতন নাগরিক সমাজের ডাকা এ মহাসমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে স্থানীয় জনগণই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। 
রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ সকালে সন্ত্রাস বিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জাতীয় সংসদের মহিলা সংষদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নের্তৃবৃন্দরা সমাবেশে বক্তব্য দেন। 
পার্বত্য সচেতন নাগরিক সমাজের ডাকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সকাল থেকে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে জড়ো হতে থাকে পাহাড়ি বাঙালি সকল শ্রেণি পেশার মানুষ। কানায় কানায় পরিপূর্ণ রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাঙ্গামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
দীপংকর তালুকদার বলেন, সন্ত্রাস বিরোধী কোন জাতিগোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়। যারা অবৈধ অস্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে নীপিড়ন নির্যাতন চালাচ্ছে এবং চাঁদাবাজি করছে তাদের প্রতিরোধ করতে এ আন্দোলন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত পাহাড়ে অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চলবে ততদিন পর্যন্ত এ সন্ত্রাস বিরোধী আন্দোলন তীব্রতর করা হবে। 
সন্ত্রাস বিরোধী এ মহাসমাবেশে রাঙ্গামাটি জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, বাস ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এছাড়া রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নারী পুরুষ যোগ দেয়। 
ইত্তেফাক/এমআই

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা