পঞ্চ পাণ্ডবদের ব্যবহৃত সুড়ঙ্গ পাওয়ার দাবি উত্তরপ্রদেশে!
ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের বাগপত জেলার বারনাওয়া গ্রামে মহাভারত যুগের সুড়ঙ্গ ও ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করেছেন সেদেশের কয়েকজন অধ্যাপক। স্থানীয়রাও বিশ্বাস করেন, বারনাওয়া গ্রাম যার প্রাচীন নাম ছিল বারনাব্রত। ওই গ্রামে যে সুড়ঙ্গ উদ্ধার হয়েছে কৌরবদের হাত থেকে রক্ষা পেতে সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন পাণ্ডবরা!
শুধু তাই নয়, একটা বিশালাকায় ঢিবি উদ্ধার হয়েছে। সেই ঢিবিটাই নাকি একটা বাড়ি ছিল। যা কৌরবরা তৈরি করেছিলেন পাণ্ডবদের জন্য। মহাভারতে উল্লিখিত ‘লাক্ষাগৃহ’ নাকি এটাই। মোদীনগরের মুলতানি মাল পিজি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক কৃষ্ণকান্ত শর্মারও দাবি, বারনাওয়াতে যে ঢিবি পাওয়া গেছে সেটি কৌরবদের তৈরি ‘লাক্ষাগৃহ’। তারা পাণ্ডবদের থাকার জন্য এটি তৈরি করেছিলেন। এখানেই পাণ্ডবদের হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন তারা।
বহু পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে বাগপতে খননকার্য চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। যৌথভাবে এই খননকার্য চালাবে এএসআই এবং দিল্লীর ইনস্টিটিউট অব আর্কেওলজি। খননকার্য চালানোর জন্য একটি দল ইতিমধ্যেই বারনাওয়া গ্রামে পৌঁছে কাজ শুরু করে দিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
Comments