ইরান থেকে তেল আমদানিতে ৮ দেশকে ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান থেকে তেল আমদানিতে ৮ দেশকে ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের ওপর আগামী ৫ নভেম্বর থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর করছে যুক্তরাষ্ট্র। পরমাণু ও ক্ষেপনাস্ত্র কর্মসূচি ত্যাগে বাধ্য করতে ওয়াশিংটন জ্বালানি খাতে বড় ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।
 
তবে ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি করতে আটটি দেশকে ছাড় দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও গতকাল শুক্রবার প্রশাসনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। তিনি জানান, সাময়িক সময়ের জন্য এসব দেশ সুবিধা পাবে। মার্কিন আইন অনুযায়ী এই ধরনের ছাড়ের সুবিধা ১৮০ দিন পর্যন্ত পাওয়া যায়।
 
ভারত, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ আটটি দেশ এই ছাড় পাচ্ছে বলে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন। তুরস্ক এবং ইরাক জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ছাড় দিচ্ছে। তবে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ এই ছাড়ের তালিকায় নেই বলে জানিয়েছেন মাইক পম্পিও। -রয়টার্স
 
ইত্তেফাক/আরকেজি

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা