প্রকাশ : ৭ আগস্ট, ২০১৭ ২১:০০ অনলাইন ভার্সন
আপডেট :
চীনের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার যিনি!
অনলাইন ডেস্ক
চীনের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার যিনি!
ফাইল ছবি
ঝাং জেতিয়ান। বয়স মাত্র ২৪ বছর।
তিনি একজন সফল ইন্টারনেট ব্যক্তিত্বও বটে। জনপ্রিয়তার দিক থেকে যেকোনো তারকার চেয়ে কোন অংশে কম নন তিনি। তবে ঝাং জেতিয়ানের আরও একটি পরিচয় রয়েছে। সেই পরিচয় হল চীনের সবচেয়ে কম বয়সী বিলিয়নেয়ার বলা হয় তাকে।
সম্প্রতি চীনের ফরচুন ম্যাগাজিন ৫০০ ধনী নারীর তালিকা করেছে। সেই তালিকায় সবচেয়ে কম বয়সী ধনী নারী হিসেবে তুলে ধরা হয়েছে  ঝাং জেতিয়ানকে। তবে তার সবচেয়ে ধনী নারীর তালিকায় আসার পেছনে তার বিলিয়নেয়ার স্বামী লিউ কুইংডং'র ভূমিকা রয়েছে।  
চীনারা প্রথমবারের মতো ঝাংকে চিনতে পারে ২০০৯ সালে । এ সময় তার একটি ছবি অনলাইনে ভাইরাল হয়। ২০১৪ সালে তাকে দেখা যায় সামার ইয়ুথ অলিম্পিকসের প্রমোশনাল ভিডিওতে মডেল হিসেবে। পরে অবশ্য কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সে প্রস্তাবগুলো গ্রহণ করেননি।

বিডি-প্রতিদিন/ ৭ আগস্ট, ২০১৭/ তাফসীর‌
 

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা