প্রকাশ : ৭ আগস্ট, ২০১৭ ১৪:২২ অনলাইন ভার্সন
আপডেট :
আপডেট :
ভিয়েতনামে আকস্মিক বন্যার নিহত ২৬
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি
টানা বৃষ্টির কারণে ভিয়েতনামে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে দেশটির উত্তরাঞ্চলীয় পাঁচ পার্বত্য প্রদেশে ২৬ জনের মৃত্যু এবং ২৭ জন আহত হয়েছেন।
এছাড়া, এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন। সোমবার দেশটির সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি ফর ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এর পক্ষ থেকে একথা জানানো হয়।
এ ব্যাপারে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বন্যায় মৃতদের মধ্যে ১২ জন সন লা, ছয়জন ইয়েন বাই, পাঁচজন দিয়েন বিয়েন, দুইজন লাই চাউ ও একজন ইয়েন বাই প্রদেশের বাসিন্দা। এছাড়া, নিখোঁজ ১৫ জনের মধ্যে নয়জন ইয়েন বাই, পাঁচজন সন লা ও একজন লাই চাউয়ের বাসিন্দা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার হওয়া এ বন্যায় ২৩১টি বাড়িঘর ভেসে গেছে এবং ১৪৫টি সেচ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগটিতে অনেক জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে এবং কয়েকশ’ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বন্যায় প্রায় পাঁচ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৭/ওয়াসিফ
Comments