প্রকাশ : ৭ আগস্ট, ২০১৭ ২১:৩২ অনলাইন ভার্সন
আপডেট : ৭ আগস্ট, ২০১৭ ২১:৩৯
আপডেট : ৭ আগস্ট, ২০১৭ ২১:৩৯
'চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে ত্রিপুরায় গ্যাস পরিবহন করা হবে'
দীপক দেবনাথ, কলকাতা
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে রান্নার গ্যাস অপ্রতুলতা দূর করতে পাইপলাইনের সাহায্যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে ত্রিপুরায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
সোমবার আগরতলায় 'পিএমইউওয়াই' প্রকল্পের একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে ধর্মেন্দ্র প্রধান জানান অাসামের নুমালিগড় তৈল শোধনাগার থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত পাইপলাইন রয়েছে।
পাশাপাশি শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত ডিজেল পরিবহনের জন্য আমরা পাইপলাইন পাতার কাজ শুরু করেছি। আমরা চট্টগ্রাম থেকে ত্রিপুরা পর্যন্ত পাইপলাইন পাতার একটা প্রস্তাব দিয়েছি। কূটনৈতিকভাবে আমরা এই বিষয়টি নিয়ে এগোনোর চেষ্টা করছি এবং বিষয়টি নিয়ে কথা বলতে আমি খুব শিগগিরি বাংলাদেশ সফর করবো’। বাংলাদেশ সরকার যদি পাইপলাইন বসানোর বিষয়ে অনুমোদন দেয় সেক্ষেত্রে দুই দেশের রেল লাইনের পাশ দিয়েই তা পাতা হবে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী।সোমবার আগরতলায় 'পিএমইউওয়াই' প্রকল্পের একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে ধর্মেন্দ্র প্রধান জানান অাসামের নুমালিগড় তৈল শোধনাগার থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত পাইপলাইন রয়েছে।
বাংলাদেশ ছাড়াও প্রতিবেশি মিয়ানমার এবং নেপালের সাথে এনার্জি কোঅপারেশন নেটওয়ার্ক (শক্তি সহযোগিতা নেটওয়ার্ক) তৈরি করতে চলেছে ভারত। আর এলক্ষ্যে বিশাল পাইপলাইন পাতা হবে বলে জানিয়েছেন ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত ইতিমধ্যেই বাংলাদেশ, মিয়ানমার ও নেপালের সাথে এনার্জি কোঅপারেশন নেটওয়ার্ক স্থাপনের ব্যাপারে সংযুক্ত হয়েছে এবং প্রতিটি রাষ্ট্রই এই উচ্চভিলাষী প্রকল্পের ব্যাপারে সহমত পোষণ করেছে বলে জানান মন্ত্রী।
ধর্মেন্দ্র প্রধান আরও জানান উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে যেহেতু ধসের প্রবণতা বেশি তাই এই অঞ্চলে ডিজেল, লিক্যুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সহ অন্য পেট্রোলিয়াম জাত পণ্য পরিবহন করাটা খুব সমস্যার বিষয়। সেক্ষেত্রে প্রস্তাবিত এই পাইপলাইন বসলে অনেকটাই সুবিধা হবে।
ভারতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) সংস্থার এক সিনিয়র কর্মকর্তার মতে ভারতের উত্তরপূর্বাঞ্চলের জন্য ‘হাইড্রোকার্বন ভিসন-২০৩০’ এর অংশ হিসাবে ৬৯০০ কিলোমিটার পাইপলাইন দিয়ে চট্টগ্রাম (বাংলাদেশ), সিতে (মিয়ানমার), উত্তরপূর্ব ভারতের একাধিক রাজ্য, পশ্চিমবঙ্গের সিলিগুড়ি এবং দুর্গাপুরকে সংযুক্ত করা হবে’। এই অনুষ্ঠানে ত্রিপুরার খাদ্য, সরবরাহ ও উপভোক্তা মন্ত্রী ভানুলাল সাহা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
Comments