রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে যা বলেছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভেজ মোশাররফ

রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে যা বলেছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভেজ মোশাররফ
পারভেজ মোশাররফ

রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে। 
মঙ্গলবার বিশেষ আদালতের তিন সদস্যের বিচারকের একটি প্যানেল এ রায় ঘোষণা করেন।
বিচারকদের এই প্যানেলে ছিলেন পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠ, সিন্ধ হাই কোর্টের বিচারপতি নজর আকবর এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম। 
এ মাসের শুরুরদিকে দুবাইয়ের হাসপাতাল থেকে একটি ভিডিও বিবৃতিতে পারভেজ মোশাররফ বলেছিলেন, তার বিরুদ্ধে মামলা একেবারেই ভিত্তিহীন। তিনি বলেছিলেন, আমি দেশের জন্য ১০ বছর কাজ করেছি। দেশের জন্য লড়াই করেছি। এই রাষ্ট্রদ্রোহের মামলা ভিত্তিহীন। আমাকে ফাঁসানো হয়েছে।
২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মোশাররফ। রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় পলাতক রয়েছেন সাবেক এই পাক সেনাপ্রধান।
২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির অভিযোগে দেশটির আদালতে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। ২০১৩ সালের ডিসেম্বর থেকে এই মামলার রায় আদালতে ঝুলে ছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা