পরমাণু যুদ্ধ শুরু হলে প্রথমেই ঝলসে যাবে জাপান!
অনলাইন ডেস্ক
  • Currently 4.50/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
গড় রেটিং: 4.5/5 (2 টি ভোট গৃহিত হয়েছে)
পরমাণু যুদ্ধ শুরু হলে প্রথমেই ঝলসে যাবে জাপান!
প্রতীকী ছবি
এবার জাপানকে হুঁশিয়ারির বার্তা দিল উত্তর কোরিয়া।  কোরিয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে নাকি রেডিও অ্যাক্টিভ মেঘমণ্ডলীতে প্রথমেই ঝলসে যাবে জাপান। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত দৈনিক রোডং সিনমুন এ হুঁশিয়ারির কথা বলা হয়েছে।
দৈনিক রোডং সিনমুনের সেই প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে মার্কিন কয়েকটি ঘাঁটি রয়েছে এবং কোরিয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে অন্য যে কোনো দেশের আগে তেজস্ক্রিয় মেঘমণ্ডলীতে প্রথমেই যে দেশ ঝলসে যাবে সেটি হলো জাপান।
এতে আরও বলা হয়েছে, নিজ স্বার্থ সম্পর্কে যদি সত্যিই যদি সচেতন হয় তবে শান্তিপূর্ণ ভাবে উত্তেজনা নিরসনের চেষ্টা জাপানের করা উচিত। এছাড়া জাপানকে অতীতের পরমাণু বোমা হামলার অভিজ্ঞতার কথাও এতে স্মরণ করিয়ে দেয়া হয়েছে।
এছাড়া পরমাণু বোমার অভিজ্ঞতা বিশ্বে একমাত্র জাপানেরই আছে। পরমাণু বোমার অভিজ্ঞতার কতোটা ভয়াবহ তা অন্যের চেয়ে জাপান বেশ ভাল করেই জানে বলে দৈনিকটি উল্লেখ করেছে।
- See more at: http://www.bd-pratidin.com/international-news/2017/05/05/229088#sthash.U2BSFlRr.dpuf

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা