সিরিয়ার ২ জঙ্গিবিমান ভূপাতিত করল তুরস্ক; ৪ তুর্কি ড্রোন নামাল সিরিয়া

সিরিয়ার ২ জঙ্গিবিমান ভূপাতিত করল তুরস্ক; ৪ তুর্কি ড্রোন নামাল সিরিয়া

সিরিয়ার সেনাবাহিনী রবিবার সেদেশের উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের আকাশে তুরস্কের পাইলটবিহীন চারটি সামরিক বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা সেদেশের হামা প্রদেশের আকাশেও তুর্কি ড্রোন প্রতিহত করেছেন।
এর আগে রবিবারই ইদলিবের আকাশে সিরিয়ার দু’টি জঙ্গিবিমান গুলি করে বিধ্বস্ত করে তুরস্ক। তবে বিমান দু’টির পাইলটরা প্যারাস্যুটের সাহায্যে নিরাপদে নীচে নেমে আসতে পেরেছেন।
ইদলিব প্রদেশে বর্তমানে সন্ত্রাসীদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষক তুরস্কের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর সংঘর্ষ চলছে।রোববার দুপুরে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা সেদেশের ইদলিব প্রদেশের আকাশসীমাকে সামরিক বিমান উড্ডয়নমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে।
গত প্রায় দু’মাস ধরে ইদলিব প্রদেশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। দেশটির প্রায় সব এলাকার ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও তুরস্কের সীমান্তবর্তী ইদলিব প্রদেশে এখনো বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা অবস্থান করছে। সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক তুরস্ক। গত কয়েক সপ্তাহে তুর্কি সেনারা কয়েক দফায় সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়েছে।
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা