সৌদি আরবকে ৪৪টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র


সৌদি আরবকে ৪৪টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

দেড় হাজার কোটি ডলারের বিনিময়ে সৌদি আরবকে ৪৪টি অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র। এ সম্পর্কিত একটি চুক্তি ইতোমধ্যে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয়েছে।
সেইসব থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিও থাকবে। আঞ্চলিক হুমকি মোকাবিলায় সৌদি আরব এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করছে বলে জানা গেছে। 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রে জানান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ দলিলে সই করেছেন। এ চুক্তির আওতায় সৌদি আরব ৪৪টি থাড লাঞ্চারের বিশাল বহর হাতে পাবে।
মার্কিন সেই মুখপাত্র আরও বলেন, সৌদি আরব যে আঞ্চলিক হুমকির মুখে রয়েছে তা মোকাবিলার জন্য রিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদি নিরাপত্তা রক্ষার বিষয়টি সমর্থন করবে এই চুক্তি।

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা