ভারতে প্লাস্টিকের বিকল্প বাঁশের বোতল
- Get link
- X
- Other Apps

নরেন্দ্র মোদি সরকার প্লাস্টিকের বিকল্প হিসেবে মাটির থালা, গ্লাস, বাসনকোসন, হাঁড়ি, কলসও তৈরির উদ্যোগ নিয়েছে। এ ছাড়া কাচ, সিলভার, পিতল, স্টিলজাত পণ্যও রয়েছে।
তবে এগুলোর মধ্যে সর্বশেষ সংযোজন বাঁশের তৈরি বোতল। এই বোতলের দাম একটু বেশি পড়বে । ৭৫০ মিলিলিটারের একটি বোতলের দাম পড়ছে ৩০০ রুপি। তাই এই বোতল বাজারজাত করলে কতটুকু সফলতা পাওয়া যাবে, তা নিয়ে ভাবনা রয়েছে।
আগামী ২ অক্টোবর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন থেকে শুরু হচ্ছে প্লাস্টিক পণ্য বর্জন কর্মসূচি। কাল ১ অক্টোবর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাস্টিক পণ্য বর্জন কর্মসূচি ও বাঁশের তৈরি বোতলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন ভারতের সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি। আগামী বুধবার থেকেই খোলাবাজারে বাঁশের তৈরি বোতল পাওয়া যাবে। এই অনুষ্ঠানেই ২ অক্টোবর থেকে ভারতব্যাপী প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান জানানো হবে।

- Get link
- X
- Other Apps
Comments