জাপানি ধনকুবেরের চাঁদসঙ্গী হতে চান ৩০ হাজার নারী
- Get link
- X
- Other Apps

যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ পরিবহন প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ঘোষণা দিয়েছেন, ২০২৩ সাল কিংবা তার কিছুদিন পর চাঁদে প্রথমবারের মতো মানুষ পরিবহন করবে তাঁর প্রতিষ্ঠান। এই অভিযানে যাওয়ার কথা রয়েছে জাপানের ৪৪ বছর বয়সী ধনকুবের মেইজাওয়ার।
তবে মেইজাওয়া একা চাঁদের পথে পাড়ি জমাতে চাইছিলেন না। জীবনের শ্বাসরুদ্ধকর বিশেষ এই অধ্যায়ে পাশে চেয়েছিলেন এমন একজনকে, যিনি হবেন তাঁর জীবনসঙ্গী। চলতি মাসের গোড়ার দিকে নিজের ওয়েবসাইটে এক ব্লগপোস্টে এই ইচ্ছার কথা জানিয়ে আগ্রহীদের কাছে জীবনবৃত্তান্ত চেয়েছিলেন মেইজাওয়া। এরপর গত বৃহস্পতিবার পর্যন্ত তাঁর জীবনসঙ্গী হতে আগ্রহ প্রকাশ করে জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন ২৭ হাজার ৭২২ জন নারী। কিন্তু ওই দিনই ‘ব্যক্তিগত কারণের’ কথা উল্লেখ করে মেইজাওয়া জানান, তিনি এখন আর জীবনসঙ্গীর অনুসন্ধান করছেন না।
বৃহস্পতিবার টুইটারে মেইজাওয়া তাঁর জীবনসঙ্গী অনুসন্ধানের বিষয়ে পরিকল্পিত টিভি শোর কথা উল্লেখ করে লেখেন, ‘এতে অংশগ্রহণের ব্যাপারে আমার একাংশ এখনো সায় দেয়নি। মূল্যবান সময় ব্যয় করে ২৭ হাজার ৭২২ জন নারী সাহস ও স্থির সংকল্প নিয়ে আবেদন করেছেন। তাঁদের নিরাশ করার জন্য আমি চরমভাবে অনুতপ্ত।’

- Get link
- X
- Other Apps
Comments