চীনের উহান শহর থেকে ভারতে ফিরেছে ৩২৪ জন

চীনের উহান শহর থেকে ভারতে ফিরেছে ৩২৪ জন

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়ানো চীনের উহান শহরে আটকেপড়া ৩২৪ ভারতীয়কে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে তাদের ফিরিয়ে নেওয়া হয়।  শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিমানটি ভারতে পৌঁছায়। খবর এনডিটিভি'র।
বিশেষ ওই বিমানে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের পাঁচজন চিকিৎসক ছাড়াও এয়ার ইন্ডিয়ার একজন প্যারামেডিক সদস্য ছিলেন।
খবরে বলা হয়, আক্রান্ত কোনো যাত্রীর কারণে অন্য যাত্রী, পাইলট ও কেবিন ক্রুরা যাতে ভাইরাসটি সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিতে না পড়েন এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চীনের উহান থেকে দেশে ফিরিয়ে আনা শিক্ষার্থীদের নানাভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাদের প্রত্যেকেই রাজধানীয় দিল্লির অদূরের মানেশর নামক এলাকার একটি বিশেষ কেন্দ্রে আলাদা করে রাখা হবে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হযেছেন ১১ হাজার ৭৯১ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৪৩ জন। নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়েছে যুক্তরাজ্য ও রাশিয়ায়।

বিডি প্রতিদিন/হিমেল

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা