চেনে বেঁধে মাঝসমুদ্রে ফেলে দেওয়া হয় লাদেনকে! Edited By: kolkata24x7 online desk - September 26, 2017
- Advertisement -
নিউ ইয়র্ক: আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর তিন বছর পর তাকে নিয়ে প্রকাশিত একটি বইকে ঘিরে তুমুল হইচই। মৃত লাদেনকে কি ৩০০ পাউন্ড ভারী লোহার চেনে বেঁধে ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রের মাঝখানে? এই প্রশ্নেই এখন উত্তাল তামাম দুনিয়া।
- Advertisement -
প্রাক্তন সিআইএ প্রধান লিওন পানেট্টা জানিয়েছেন, ২০১১ সালের ২ মে, লাদেনকে গুলি করে মারার পর মোস্ট ওয়ান্টেড এই জঙ্গির দেহ মার্কিন বিমানে করে নিয়ে যাওয়া হয় সমুদ্রের উপর। তারপর কালো ব্যাগে তার দেহ পুরে চেনবাঁধা অবস্থায় ফেলে আসা হয় মাঝসমুদ্রে। আর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে বিতর্ক। যদিও এহেন ঘটনা ঘটেনি বলেই পালটা দাবি মার্কিন সেনা থেকে প্রশাসনের।
Comments