আফগানিস্তানে সেনা পাঠাবে না ভারত সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

আফগানিস্তানে সেনা পাঠাবে না ভারত
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সেনাবাহিনী পাঠাবে না ভারত। তবে দেশটিতে আগের মতোই উন্নয়নে এবং চিকিত্সা সহায়তা অব্যাহত রাখা হবে। গতকাল মঙ্গলবার সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে বৈঠকে এই তথ্য জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম ম্যাটিসের মতো উচ্চ পদাধিকারী কোনো ব্যক্তি ভারত সফরে আসলেন। 
যুক্তরাষ্ট্র এবং ভারত উভয় দেশই পাকিস্তানের নাম উল্লেখ না করে একমত হয়েছে যে, সন্ত্রাসীদের অবাধ বিচরণভূমি বা স্বর্গরাজ্যকে বরদাস্ত করা হবে না। আফগানিস্তানে আরো বেশি ভারতের উপস্থিতি চান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তবে সীতারমণ বলে দিয়েছেন, মানবিক এবং উন্নয়নে সাহায্য ছাড়া আফগানিস্তানের ব্যাপারে নাক গলাবে না ভারত। পাকিস্তান সফরে গেলে সীমান্ত সন্ত্রাসবাদ এবং অবাধ বিচরণভূমির বিষয়টি যেন ম্যাটিস তুলে ধরেন সেই অনুরোধ করেছেন সীতারমণ। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা