সড়ক দুর্ঘটনার ৬ দিন পর মার্কিন নারীকে জীবিত উদ্ধার

সড়ক দুর্ঘটনার ৬ দিন পর মার্কিন নারীকে জীবিত উদ্ধার
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে সড়ক দুর্ঘটনায় একটি গাছের ওপর ছয়দিন আটকে থাকার পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার পুলিশ একথা জানায়।
অ্যারিজোনা জন নিরাপত্তা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর ৫৩ বছর বয়সী ওই আমেরিকান নারী ফিনিক্সের প্রায় ৮০ কিলোমিটার উত্তরের উইকেনবার্গের কাছের মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশের রেলিং ভেঙ্গে গাড়িটি গাছের ওপর পড়ে সেখানেই আটকে যায়।
তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনা কারো দৃষ্টিগোচর না হওয়ায় কর্তৃপক্ষ এ নারীকে উদ্ধার করার আগে তাকে ছয়দিন ধরে সেখানে আটকে থাকতে হয়। গত ১৮ অক্টোবর অ্যারিজোনার সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী এক খামারি হঠাৎ করে গাড়িটিকে গাছের ওপর আটকে থাকতে দেখতে পায়। পরে উদ্ধার কর্মীদের সহযোগিতায় এ নারীকে উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। তার পরিচয় পাওয়া যায়নি। 
জন নিরাপত্তা বিভাগের পরিচালক কর্নেল ফ্রাঙ্ক মিলস্টিড উদ্ধারকারীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, তাদের এমন প্রচেষ্টার কারণে এ নারীর জীবন বাঁচানো গেছে। খবর এএফপির।
The Daily Ittefaq

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা