রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা, রক্ষা পেল ১০৩ যাত্রী

রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা, রক্ষা পেল ১০৩ যাত্রী
ফের দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে। গভীর রাতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ধাক্কা মেরেছে পানির ট্যাঙ্কার। দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ইতিমধ্যে বিষয়টি তদন্তে নেমেছে ভারতের ডিরেক্টরেট অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির অবস্থা খতিয়ে দেখছেন ডিজিসিএ কর্মকর্তারা। পরিস্থিতি খতিয়ে দেখার পরই বিমানটি যাত্রা করবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল কাতার এয়ারওয়েজের একটি বিমান। বৃহস্পতিবার ভোরে যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। হঠাৎই ঘটে বিপত্তি। রানওয়েতে ঢোকার সময় বিমানটিকে সজোরে ধাক্কা মারে একটি পানির ট্যাঙ্কার। বিমানে ১২৫ জন যাত্রী ছিলেন। 
কলকাতা বিমানবন্দরে যে এই প্রথম দুর্ঘটনা ঘটল, এমনটা কিন্তু নয়। বছর তিনেক আগে দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ধাক্কা মারে বিমানবন্দরেরই যাত্রীবাহী বাস। দুমড়ে মুচড়ে যায় বিমানটির সামনের ডান দিকের ইঞ্জিনের একাংশ। ক্ষতি হয় ডানারও। দীর্ঘদিন বিমানবন্দরেই পড়ে ছিল দুর্ঘটনাগ্রস্ত বিমানটি। শেষ পর্যন্ত সেটি বাতিল করার সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।-সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/ ১ নভেম্বর ২০১৮/আরাফাত

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা