অবরোধ না তুললে পরমাণু কর্মসূচিতে ফিরবো: যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া

অবরোধ না তুললে পরমাণু কর্মসূচিতে ফিরবো: যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া
১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় প্রেসিডেন্টের কিম জং-উনের ঐতিহাসিক বৈঠক হয়। এতে পরমাণু কর্মসূচির পূর্ণ অবসান ঘটানোর ঘোষণা দেন কিম। ছবি: এনডিটিভি।
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ট্রাম্প প্রশাসন যদি কঠোর অর্থনৈতিক অবরোধ তুলে না নেয় তাহলে পারমাণবিক অস্ত্র তৈরির নীতিতে ফিরে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।
 
গেল কয়েক বছর ধরে পরমাণু কর্মসূচি উন্নয়ন ও অর্থনৈতিক পুনর্গঠন একই সঙ্গে চালিয়ে যাওয়ার নীতি অনুসরণ করেছিল উত্তর কোরিয়া। যা ‘বুয়িংজিন’ নীতি নামে পরিচিত। বিবৃতিতে বলা হয়, ‘বুয়িংজিন’ নীতি পুনরায় ফিরে আসতে পারে।
 
চলতি বছরের এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট কিম বলেন, ‘আমাদের পরমাণু কর্মসূচি বন্ধ করা উচিত। এখন থেকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক পুনর্গঠনের দিকে মনোযোগ দিতে আগ্রহী হতে হবে।’
 
এ ঘোষণার পর ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় প্রেসিডেন্টের ঐতিহাসিক বৈঠক হয়। এতে কোরীয় দ্বীপের পরমাণু কর্মসূচির সম্পূর্ণ অবসান ঘটানোর ঘোষণা দেন কিম। কিন্তু বিষয়টি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় দেশ।
 
ইত্তেফাক/টিএস

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা