কমিউনিস্ট বন্ধু’ কিমের সঙ্গে দেখা করলেন কিউবার প্রেসিডেন্ট
- Get link
- X
- Other Apps
হাভানার সাথে ওয়াশিংটনের সম্পর্ক পুন:স্থাপিত হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। পিয়ংইয়ংয়ের সঙ্গেও সম্পর্কের দোলাচলে ট্রাম্প প্রশাসন। ছবি: এপি।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলকে রোববার উত্তর কোরিয়ায় স্বাগত জানানো হয়েছে। পিয়ংইয়ংয়েতার এ সফরকে কমিউনিস্ট শাসিত দুই মিত্র দেশের অকৃত্রিম বন্ধুত্বের নিদর্শন হিসেবে বর্ণনা করা হচ্ছে। খবরএএফপি’র।
উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এবং কিউবার ওপর ওয়াশিংটন নতুন করেঅর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মাত্র কয়েকদিনের মধ্যে তিনি এ সফরে যান।
অর্ধ শতাব্দীর বেশি সময়েন বৈরিতার পর ২০১৫ সালে হাভানার সাথে ওয়াশিংটনের সম্পর্ক পুন:স্থাপিত হলেওডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই দুদেশের মধ্যে সম্পর্কের আবারো অবনতি ঘটে।
কমিউনিস্ট শাসিত কিউবা হচ্ছে উত্তর কোরিয়ার হাতে গোনা মিত্র দেশগুলোর অন্যতম। সরকারি রোদং সিনমুনসংবাদপত্রের এক সম্পাদকীয়তে বলা হয়, ‘কোরিয়ার জনগণ মিগুয়েল ম্যারিও দিয়াজ-ক্যানেল বার্মুদেজের পিয়ংইয়ংসফরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।’
ইত্তেফাক/টিএস
- Get link
- X
- Other Apps
Comments